আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে দ্বীপটিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৬০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমিকভাবে এ তথ্য জানিয়ে বলেছে, সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এটি ৭ সেকেন্ড স্থায়ী ছিল। তবে এ এতে সুনামির কোনো আশঙ্কা নেই।
ভূমিকম্পের ব্যাপারে সতর্কতা জারি করা হয়নি এখনও। তবে পরবর্তীতে যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে তখনই সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।
সূত্র : আল-জাজিরা
এসআর/এম