• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে  ৩৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২১, ১৭:১৬
ছবি সংগৃহীত।

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে দ্বীপটিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৬০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমিকভাবে এ তথ্য জানিয়ে বলেছে, সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এটি ৭ সেকেন্ড স্থায়ী ছিল। তবে এ এতে সুনামির কোনো আশঙ্কা নেই।

ভূমিকম্পের ব্যাপারে সতর্কতা জারি করা হয়নি এখনও। তবে পরবর্তীতে যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে তখনই সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।

সূত্র : আল-জাজিরা

এসআর/এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
X
Fresh