• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশাল ব্যয়ে গাড়িশূন্য নগরী গড়বে সৌদি আরব

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২১, ১৬:৫৫
সোদি আরব

পরিবেশবান্ধব গাড়িশূন্য নতুন নগরী গড়ার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। ৫০ হাজার কোটি মার্কিন ডলার খরচ করে এমন নগরী গড়ার উদ্যোগ নেয়া হয়েছে যেখানে কোনো কার্বন নিঃস্বরণ ঘটবে না। গত রোববার (১০ জানুয়ারি) পরিবেশবান্ধব নতুন এ নগরী গড়ার ঘোষণা দেয়া হয়।

দেশটির বৃহৎ এনইওএম প্রকল্পের আওতায় নতুন এ নগরীর জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি মার্কিন ডলার। এটি দৃষ্টিনন্দন লোহিত সাগর উপকূলে তৈরি করা হবে। এর কাজ শুরু হবে চলতি বছরের প্রথমার্ধে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান “দ্য লাইন” শিরোনামে এই নগরীর পরিকল্পনার উদ্বোধন করেন যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।

নগরীর আয়তন হবে ১৭০ কিলোমিটার। ১০ লাখ মানুষ বসবাস করতে পারবে নগরীতে।

নতুন এ প্রকল্পে ৩ লাখ ৮০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ দেশটির জিডিপিতে ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার যুক্ত হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh