• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাইডেনের শপথ: যুক্তরাষ্ট্র জুড়ে সশস্ত্র বিক্ষোভের শঙ্কা এফবিআই’র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২১, ০৯:৪৭
fbi TRUMP BIDEN USA, RTV ONLINE
ছবি- সংগৃহীত

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথের আগে যুক্তরাষ্ট্র জুড়ে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা জানিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। খবর নিউ ইয়র্ক টাইমসের।

গোয়েন্দা সংস্থাটির অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যেই জড়ো হবার পরিকল্পনা করছে সশস্ত্র গ্রুপ।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ক্যাপিটল হিলে হামলার পর থেকেই শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মোতায়েন করা হবে ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সদস্য। তবে ক্যাপিটল অফিসের বাইরে শপথ নিতে ভীত নন বলে জানিয়েছেন জো বাইডেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে ওয়াশিংটনে জরুরী ঘোষণায় স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৪ জানুয়ারি পর্যন্ত বলবত থাকবে জরুরী ঘোষণা।

এর মধ্যেই ট্রাম্পকে অভিশংসন নিয়ে মঙ্গলবার প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে শুনানী হবে।

সোমবার ডেমোক্রেটদের আনা অভিশংসনের শুনানী প্রো-ফর্মা অধিবেশনে রিপাবলিকান সিনেটরের আপত্তির কারণে মূলতবী করা হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাম পেল বাইডেন-জয়ার তিন কন্যা
রাফাহতে হামলার ব্যাপারে নেতানিয়াহুকে হুঁশিয়ার করলেন বাইডেন 
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
X
Fresh