• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে ভারতের ৯ রাজ্যে, বাড়ছে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২১, ১৮:২৪
Bird flu spreads across India, culls under way in several states
সংগৃহীত

ভারতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু। এরই মধ্যে দেশটির ৯টি রাজ্যে বার্ড ফ্লুর সন্ধান মিলেছে। সবশেষ সোমবার দিল্লিতে বার্ড ফ্লু শনাক্ত করা হয়। এর আগে ৮টি নমুনা পরীক্ষার জন্য ভোপালে পাঠানো হয়েছিল। পরে সোমবার নমুনা পরীক্ষায় বার্ড ফ্লুর সন্ধান পাওয়া যায় বলে জানায় কর্মকর্তারা।

দিল্লিতে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে জলাশয় আছে পার্ক, লেক এবং বন্যপ্রাণীর অভয়ারণ্যে দর্শণার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার দিল্লির পাশাপাশি মহারাষ্ট্রেও বার্ড ফ্লুর সন্ধান পাওয়া যায়। এদিন রাজ্যটির একজন কর্মকর্তা জানিয়েছেন, গত দুইদিনে রাজ্যটিতে অন্তত ৮০০টি মুরগি মারা গেছে। রাজ্যটির রাজধানী মুম্বাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে পারভানির একজন জেলা প্রশাসক দীপক মধুকর মুগলিকার সংক্রমণের খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুরগিগুলোর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মৃত্যুর কারণ বার্ড ফ্লু বলে নিশ্চিত হওয়া গেছে। দীপক বলেন, মুরুম্বা গ্রামে বার্ড ফ্লু পাওয়া গেছে। সেখানে ৮টি পোল্ট্রি ফার্ম এবং ৮ হাজার মুরগি আছে। আমরা এসব মুরগি হত্যা করার নির্দেশ দিয়েছি।

এদিকে বার্ড ফ্লুর সংক্রমণ শুরু হওয়ার ভারতে মুরগির দাম এক-তৃতীয়াংশ কমে গেছে। কমে গেছে ডিমের দামও। নাসিক ভিত্তিক আনন্দ এগ্রো গ্রুপের চেয়ারম্যান উদ্ধব আহিরে বলেছেন, এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৩০ রুপি কমে গেছে ব্রয়লার মুরগির দাম।

এছাড়া এক সপ্তাহের কম ব্যবধানে ডিমের দাম ১০ শতাংশের মতো কমে গেছে। উল্লেখ্য, ভারতের যেসব রাজ্যে বার্ড ফ্লু পাওয়া গেছে, সেগুলো হলো- কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh