• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘৫ বছরে ৯৮ মার্কিন সেনা ও ৪০ হাজার আফগান নিহত’

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২১, ২০:৫২
প্রেসিডেন্ট আশরাফ গনি

গত পাঁচ বছরে আফগানিস্তানে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর এই সময়ে মার্কিন সেনা নিহত হয়েছে মাত্র ৯৮ জন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ গনি।

গনি বলেন, ২০১৫ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর আফগানিস্তানে মার্কিন সেনা নিহত হয়েছে ৯৮ জন। অথচ এ সময়ে আমার দেশের সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৪০ হাজারেরও বেশি। আমরা মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষা করেছি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার আগে দুই দেশের স্বার্থ বিবেচনায় নেয়ার জন্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান গনি। যেকোনো মূল্যে তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে হবে বলেও জানান তিনি।

তালেবানের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়ার বিষয়ে জানান, শান্তি আলোচনা কিভাবে চলবে তার রূপরেখা ঠিক করতেই চার মাস সময় ব্যয় হয়েছে। এখন আলোচনার মূল পর্বে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আফগান প্রেসিডেন্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় বসার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
X
Fresh