• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনার ভ্যাকসিন নিলেন রানি এলিজাবেথ ও তার স্বামী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২১, ১০:২৮
করোনার ভ্যাকসিন নিলেন রানি এলিজাবেথ ও তার স্বামী
ফাইল ছবি

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব অ্যাডিনবার্গ প্রিন্স ফিলিপ মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। শনিবার (৯ জানুয়ারি) বেকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন বিষয়টি। এদিন রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছ থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তারা।

লকডাউন শুরু হলে ৯৪ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার ৯৯ বছর বয়সী স্বামী ফিলিপ উইল্ডসর প্যালেসে থাকছেন। বৈশ্বিক এই মহামারি থেকে রক্ষার্থে যুক্তরাজ্যের ১০ লাখের বেশি মানুষ ইতোমধ্যে করোনার ভ্যাকসিন নিয়েছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) ২৪ ঘণ্টার রেকর্ডে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড হয়েছে দেশটিতে। যুক্তরাজ্যে এদিন করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯ হাজার ৮৩৩ জনে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ শনাক্তের রেকর্ডও হয়েছে। ওই দিন দেশটিতে ৬৮ হাজার ৫৩ জনের শরীরে প্রাণঘাতী করোনা সংক্রমণ শনাক্ত হয়। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২ জন। সূত্র: সিএনএন

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh