• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে করোনা টিকাদান কর্মসূচি ১৬ জানুয়ারি শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২১, ১৮:১৩
vaccination drive to kick off on 16th jan
সংগৃহীত

ভারতে করোনা টিকা দেয়ার মহড়া আগেই শুরু হয়েছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার শনিবার জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে।

প্রথম পর্যায়ে প্রায় ৩ কোটি টিকা দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেয়া হবে। তারপর ৫০ বছরের বেশি ব্যক্তিরা এই টিকা পাবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী শনিবার থেকে ভারতে করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে।

মোদির ডাকা বৈঠকে এদিন ক্যাবিনেট সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব ও অন্যান্য সিনিয়র কর্মকর্তারা ছিলেন। মোদি করোনার একাধিক বিষয় নিয়ে বিশদে ও ব্যাপকভাবে পর্যালোচনা করেন।

এর আগে গত সপ্তাহে করোনার দুটি টিকা কোভিশিল্ড ও কোভ্যাকসিন অনুমোদন দেয় ভারত। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার টিকা কোভিশিল্ড তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। আর কোভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh