• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৬২ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২১, ১৭:১১
Indonesia’s Sriwijaya Air loses contact with passenger plane
সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শনিবার উড্ডয়নের কিছুক্ষণ পর শ্রীবিজয়া এয়ারের একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি ওয়েস্ট কালিমান্তান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্তিয়ানাকে যাচ্ছিল বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আদিতা ইরাবতী। খবর আল জাজিরার।

ইরাবতী বলেন, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শ্রীবিজয়া এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতিতে দেয়ার আগে ফ্লাইটটির ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

মেট্রো টিভি জানিয়েছে, ওই বিমানে সাত শিশুসহ ৫৬ জন যাত্রী ছিল। এছাড়া ছয়জন ক্রু সদস্যও ছিল। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, জাকার্তা থেকে উড্ডয়নের প্রায় ৪ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়।

২৭ বছর পুরনো এই বিমানটির মডেল বোয়িং ৭৩৭-৫০০ বলে জানা গেছে। এর আগে ২০১৮ সালে জার্কাতায় লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় বিমানটির ১৮৯ আরোহীর সবাই নিহত হয়। তবে শনিবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বিমানটির মডেল আরও ‍পুরনো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
X
Fresh