• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২১, ১৭:০১
ডোনাল্ড ট্রাম্প

সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে বরাবরের মতো এবারও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। নিয়ম অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সদ্য নির্বাচিত প্রার্থীকে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করার কথা ট্রাম্পের।

মুখপাত্রের টুইটারে এক পোস্টে ট্রাম্প বলেন, যদিও নির্বাচনের ফলের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত আমি এবং এর প্রমাণ রয়েছে আমার কাছে। তারপরও ২০ জানুয়ারি ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর হবে। এর আগে নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ৬০টির অধিক মামলা করে ট্রাম্প শিবির। পরবর্তীতে সবগুলো মামলাই খারিজ হয়েছে।

এদিকে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করায় মুখপাত্রের অ্যাকাউন্টের মাধ্যমে বিবৃতি প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্প বিবৃতিতে বলেছেন, আমরা বৈধ ভোট গণনা নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাব। মার্কিন প্রেসিডেন্সিয়াল ইতিহাসের প্রথম সর্বশ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি হতে থাকলেও যুক্তরাষ্ট্রকে ফের শ্রেষ্ঠ করার লড়াইয়ের যাত্রা মাত্র শুরু।

নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের যৌথসভা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে এসব পদে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক্স ব্যবহারকারীদের জন্য সুখবর
ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় ধনী, শীর্ষে কে?
শিষ্যকে বোতলের জন্য জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলী
X
Fresh