• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শেষ সময়ে অপসারণ হতে পারেন ট্রাম্প

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৫
ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের একেবারে শেষ সময়ে অপসারণ হতে পারেন। দেশটির অনেক আইনপ্রণেতা সন্ত্রাসবাদে প্ররোচনার অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে।

ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাই তাকে সরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা করছেন।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

বুধবার ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলা-সংঘাত-সংঘর্ষের পর মন্ত্রিসভার সদস্যরা ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়ার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যদের আলোচনায় যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর প্রসঙ্গ উঠে আসে।

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট যদি তার ক্ষমতা ও দায়িত্ব পালনে অসমর্থ বলে বিবেচিত হন, তাহলে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা তাকে অপসারণ করতে পারেন। এ প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্টকে নেতৃত্ব দিতে হয়।

সিবিএস চ্যানেলের সাংবাদিক মার্গারেট ব্রেনান জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছে এ বিষয়ে এখন পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক কিছু উপস্থাপন করা হয়নি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে হামলা নিয়ে যা বলল ইরান
প্যারিস অলিম্পিকে এমবাপ্পেকে চান ফরাসি প্রেসিডেন্ট
ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে যা বলেছেন শেখ হাসিনা
মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি
X
Fresh