• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২১, ০৮:৩৫
washington Capitol building trump facebook twitter  instagram, rtv online
ছবি- সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। নির্বাচনী ফল বাতিলের দাবিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের সমর্থকরা পার্লামেন্ট ভবনে হামলা চালায়। এরপরই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় বুধবার কংগ্রেস অধিবেশন চলাকালে বিক্ষোভ শুরু করে ট্রাম্প সমর্থকরা। সংঘর্ষ শুরু হয় নিরাপত্তাকর্মীদের সঙ্গে। এই ঘটনায় এক নারী নিহত হন। আহত হন অনেকেই। সহিংসতা থামাতে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটনে।

এমন পরিস্থিতিতে রিপাবলিকান নেতা ট্রাম্পের একাধিক পোস্ট বাতিল করে দিয়েছে টুইটার। সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় এই মাধ্যম ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য ব্লক করে দিয়েছে।

অন্যদিকে একই অভিযোগে ফেসবুক থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ‍মুছে দেয়া হয়েছে ট্রাম্পের পোস্ট করা একটি সহিংস ভিডিও।

এদিকে ২৪ ঘন্টার জন্য ট্রাম্পকে ব্লক করে দেয়া হয়েছে ইনস্টাগ্রামেও। উসকানি ছড়ানোর দায়ে তার চ্যানেল থেকে পোস্ট করা একটি ভিডিও মুছে ফেলেছে ইউটিউবও।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
ফেসবুককে জুয়ার প্রচারণা বন্ধের আহ্বান বিটিআরসির
X
Fresh