• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বরিস জনসন ভারতে আসছেন না 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২১, ১৩:২৮
বরিস জনসন ভারতে আসছেন না
ফাইল ছবি

ভারতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আসছেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার রাতে বরিস জনসন নিজেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে এ কথা জানিয়েছেন।

১০ ডাউনিং স্ট্রিটের অফিস একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপ এবং লকডাউনের কারণে ভারতে আসতে পারছেন না বরিস।

সোমবারই বরিস জনসন যুক্তরাজ্যে নতুন করে লকডাউন ঘোষণা করেছেন। আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত লকডাউন চলার কথা। যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন আসার পরেই এই পদক্ষেপ নিতে বাধ্য হন জনসন। ডিসেম্বরের শেষ দিনে দেশটিতে আশি হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন স্ট্রেইন দ্রুত ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। তারই জেরে লকডাউন ঘোষণা করেছেন বরিস।

মঙ্গলবার তিনি মোদিকে ফোন করে বলেছেন, যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে এই মুহূর্তে দেশ ছাড়া তার পক্ষে সম্ভব নয়। সে কারণেই ভারতে আসতে পারবেন না তিনি। ব্রেক্সিটের পরে এটাই ছিল তার প্রথম বিদেশ সফর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh