• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২১, ১৯:০৩
20 killed in road accident in Algeria
সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি গাড়ি উল্টে গিয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা ইউনিট জানিয়েছে, গাড়িটি মূলত আফ্রিকান নাগরিক ছিল। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

উদ্ধারকারী এই দলটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, বৃহস্পতিবার তামানরাসেত শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে।

তামানরাসেত শহরটি আলজেরিয়ার একেবারে দক্ষিণে মালি ও নাইজার সীমান্তে অবস্থিত। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যেতে সাব-সাহারান আফ্রিকার অবৈধ অভিবাসীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ রুট।

নাগরিক সুরক্ষা ইউনিট জানিয়েছে, ওই যাত্রীরা একটি পিক-আপ ট্রাকে ছিল। দুর্ঘটনায় গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছে তারা।

তারা বলছে, আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ায় সাব-সাহারান অভিবাসীদের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই দেশটির দক্ষিণ সীমান্ত ব্যবহার করে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছে।

এদিকে নাগরিক সুরক্ষা ইউনিট গাড়ির চালকদের আলজেরিয়া ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। দেশটিতে গত বছর তিন হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh