• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২০, ১৩:০৫
Brazil’s vice president tests positive for COVID-19
সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মৌরাও। রোববার তার অফিস এ তথ্য জানিয়েছে। খবর সিএনবিসির।

ব্রাজিলে করোনার প্রাদুর্ভাব ঘটার পর দেশটির শীর্ষ পর্যায়ে বহু কর্মকর্তা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় সবশেষ যুক্ত হলেন মৌরাও। এর আগে দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো গত জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এক বিবৃতিতে মৌরাও’র অফিস জানিয়েছে, রোববার দুপুরের দিকে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন জাবুরুতে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ৩৪৪ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে আরও প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত প্রায় ৭৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে সুস্থ হয়ে উঠেছে ৬৬ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৩৯ জনের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh