• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফাইজারের টিকা নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২০, ১১:৪২
Saudi Arabia’s crown prince receives first dose of COVID-19 vaccine
সংগৃহীত

ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার দেশটির সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেন সৌদি যুবরাজ। খবর আরব নিউজের।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ ‘নাগরিক ও বাসিন্দাদের ভ্যাকসিন সরবরাহের জন্য তার আগ্রহ এবং অব্যাহত প্রচেষ্টার জন্য যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন’। তিনি বলেন, মহামারির শুরু থেকেই আমাদের যে অর্জন তা হচ্ছে, ভিশন ২০৩০-র আওতায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।

আল-রাবিয়াহ বলেন, জনগণের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সতর্ক ব্যবস্থার মাধ্যমে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, সরকার নাগরিক ও বাসিন্দাদের রেকর্ড সময়ে একটি নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে অনুমোদিত ভ্যাকসিন সরবরাহের জন্য কাজ করেছে, ‘যা সৌদিকে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে’।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে। আগামী বছরের শেষ নাগাদ দেশটির ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেয়া সম্ভব হবে বলে গত নভেম্বরে আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh