• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফাইজারে টিকা নিলেন কুয়েতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৮
Kuwaiti Prime Minister receives Covid-19 vaccine
সংগৃহীত

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ। বৃহস্পতিবার টিকার প্রথম ডোজ নেন তিনি।

টিকা নেয়ার পর কুয়েতের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা ‘নিরাপদ’। এর আগে বেশ কয়েকটি দেশ এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেন।

তিনি বলেন, আগামী কয়েক মাস ধরে কুয়েত জুড়ে এই টিকাদান কর্মসূচি চলছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বে এখনও ২১ লাখ মানুষকে এই টিকা দেয়া হয়েছে।

এসময় তিনি করোনার বিস্তার রোধে সামাজিক ‍দূরত্ব, মাস্ক পরা এবং হাত ধোয়াসহ বিভিন্ন পদক্ষেপ মেনে চলতে দেশটির মানুষজনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার থেকে কুয়েতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ ডা. বাসেল আল-সাবাহ বলেছেন, এক বছর ধরে প্রতি মাসে দেশটিতে টিকার ডোজ আসবে।

এ সপ্তাহে উপসাগরীয় দেশটিতে করোনা টিকার প্রথম ডোজ এসেছে। প্রথম দফায় দেশটিতে দেড় লাখ টিকার ডোজ পৌঁছেছে।

উল্লেখ্য, কুয়েতে এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৯২৬ জনের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh