logo
  • ঢাকা বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৮:২৯

পাকিস্তানে ১ ডিমের দাম ৩০ রুপি, আদার কেজি ১ হাজার

ডিম-আদা।
পাকিস্তানের মুদ্রাস্ফীতির ফলে অর্থনৈতিক অবস্থা নাজেহাল দশা। এতে আকাশ ছোঁয়া বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও হিমশিম খাচ্ছেন।

দেশটিতে একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ রুপিতে। সেখানে এক ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে ৩৫০ রুপি।

পাকিস্তানে শীত মৌসুমের কারণে ডিমের চাহিদা বেড়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। 

দেশটিতে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে। আর আদার দাম এক হাজার রুপি ও গম প্রতিকেজি ৬০ রুপিতে কিনতে হচ্ছে।

ইমরান খান অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। অথচ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তার সরকার।

বর্তমানে পাকিস্তানে জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে রয়েছে। 

এম

RTV Drama
RTVPLUS