• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইভটিজিং প্রতিরোধে অ্যান্টি-রোমিও স্কোয়াড

অনলাইন ডেস্ক
  ২২ মার্চ ২০১৭, ১৬:৫২

কথা রাখলেন ভারতের উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কথা দিয়েছিলেন বিজয়ী হলে ইভটিজিং, যৌনহয়রানি বন্ধ ও নারীদের সুরক্ষায় অ্যান্টি-রোমিও স্কোয়াড গঠন করবেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের দু’দিনের মধ্যেই মাঠে নামালেন অ্যান্টি-রোমিও স্কোয়াড।

মঙ্গলবার থেকে বিশেষ এ টিম মাঠে কাজ শুরু করেছে।

ঘরের বাইরে নারীদের সুরক্ষা নিশ্চিত করবে পুলিশের এই বিশেষ টিম। ইভটিজিং, যৌনহয়রানি ও পাবলিক প্লেস, স্কুল-কলেজ ও রাস্তায় নারীদের হেনস্তা থেকে রক্ষায় অ্যান্টি-রোমিও স্কোয়াড সব সময় টহল দেবে।

উত্তর প্রদেশের মিরাট জেলায় প্রথম অভিযান পরিচালনা করে অ্যান্টি-রোমিও স্কোয়াড। সেখানে নারীদের সুরক্ষায় যোগীর বিশেষ টিম কাজ শুরু করেছে।

অ্যান্টি-রোমিও স্কোয়াড বলছে তারা নারী নির্যাতন, ইভটিজিং, যৌন হয়রানি, নারীদের হেনস্তা থেকে বিরত রাখতে কিশোর-তরুণ-যুবক ও তাদের বাবা-মাকে সচেতন করবে।

মিরাট জেলার সব পুলিশ স্টেশনে তিন-চার জনের অ্যান্টি-রোমিও স্কোয়াড গঠন করা হচ্ছে। যেসব এলাকায় ঘনবসতি সেখানে একাধিক স্কোয়াড থাকবে।

উত্তর প্রদেশের রাজধানী লখনোর আওতায় থাকা ১১ জেলায় অ্যান্টি-রোমিও স্কোয়াড গঠনের জন্য আইজির অফিস থেকে নির্দেশনা এসেছে। শিগগিরই সব পুলিশ স্টেশনে এ বিশেষ স্কোয়াড গঠন করে কাজ শুরু করা হবে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh