• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টিকা নিলে নারীর হবে দাড়ি আর পুরুষের হবে নারীকণ্ঠ: ব্রাজিলের প্রেসিডেন্ট

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২০, ১৪:০২
প্রেসিডেন্ট জইর বলসোনারো

করোনাভাইরাসের টিকা নিয়ে বিদ্রূপ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে নারীর দাড়ি আর পুরুষের নারীকণ্ঠ হবে অথবা মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

করোনা মহামারির শুরু থেকেই এ ভাইরাসকে গুরুত্ব দেননি বলসোনারো। তিনি এটিকে সামান্য ফ্লু (সাধারণ জ্বর-সর্দি) বলে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীতে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এ মহামারির টিকা তিনি নেবেন না বলে জানিয়েছেন।

এএফপি’র খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বলসোনারো বলেন, ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও দায় আমরা নেব না। যদি তুমি কুমিরে রূপান্তরিত হও, তাহলে সেটা তোমার সমস্যা।

ব্রাজিলে কয়েক সপ্তাহ ধরে এই টিকা নিয়ে পরীক্ষা চলেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এ টিকার ব্যবহার শুরু হয়েছে।

বলসোনারো আরও বলেন, যদি তুমি অতিমানব হয়ে যাও, যদি নারীর দাড়ি গজায় অথবা পুরুষের কণ্ঠ নারীকণ্ঠে বদলায় তাহলে কিছু করার থাকবে না।

এমক

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh