• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পেরুতে সান্তা ক্লজ-এলফ সেজে মাদক বিরোধী অভিযান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২০, ১৫:০১
Police conduct drugs raid dressed as Santa Claus and elf
সংগৃহীত

অভিনব এক পন্থায় মাদকবিরোধী অভিযান শুরু করেছে পেরুর পুলিশ। সান্তাক্লজ ও এলফ সেজে রাজধানী লিমায় মাদক কারবারিদের বাসায় হানা দিচ্ছে তারা। এসময় তারা অনেক মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

রোববার ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করে পেরুর পুলিশ। এসময় তারা একটি আন্ডারকভার ভ্যানে করে মাদক ব্যবসায়ীদের বাসায় হানা দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, তারা একটি বড় হাতুড়ি দিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়িতে হানা দিচ্ছে। এরপর কোকেইন ও গাজা বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে ধস্তাধ্বস্তি করে তাকে গ্রেপ্তার করছে।

ওই ভিডিও ফুটেজে একজন পুলিশ কর্মকর্তাকে চিৎকার করে বলতে শোনা যায়, আমরা পুলিশ। আমরা গ্রিন স্কোয়াড। এটা মাদকবিরোধী অভিযান। সেখানে দেখা যায়, শহরের ভিল্লা এল সালভেদর এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।

অবশ্য এ ধরনের ছদ্মবেশে অভিযান পরিচালনা পেরুর পুলিশের জন্য নতুন নয়। তারা এর আগেও এ ধরনের অভিযান চালিয়েছে। পুলিশ বলছে, এতে করে অবাক করে দেওয়ার সুযোগ থাকে। এর আগে ঝাড়ুদার ও গৃহহীন ব্যক্তির বেশভূষায় অভিযান চালিয়েছিল পেরুর পুলিশ।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh