• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নাইজেরিয়ায় অপহরণ হওয়া ৩৪৪ জন ছাত্র মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৪৭
আন্দোলনের চিত্র

একটি সরকারি বিজ্ঞান স্কুলে হামলা চালিয়ে অপহরণ করা ৩৪৪ জন ছাত্রকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।

তাদের নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা অঙ্গরাজ্যের কানকারার থেকে অপহরণ করা হয়। খবর বিবিসির।

কাটসিনা অঙ্গরাজ্যের গভর্নরের মুখপাত্র আবদুল লাবরান জানান, স্কুলছাত্রদের দেশটির আঞ্চলিক রাজধানী ক্যাটসিনা সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব শিগগিরই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। তবে কোন প্রক্রিয়া বা বিনিময়ের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

এসব স্কুলছাত্রদের মুক্তি দেয়ার প্রায় এক ঘণ্টা আগেই জঙ্গিগোষ্ঠী বোকো হারাম একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে কিছু স্কুলছাত্রকে দেখানো হয় এবং উল্লেখ করা হয়, নাইজেরিয়ার বিমান বাহিনীর হামলায় কেউ কেউ মারা গেছেন।

গভর্নরের মুখপাত্র আবদুল লাবরান বোকো হারামের ভিডিও বার্তাটি সঠিক বলে স্বীকার করেছেন। তবে বিমান বাহিনীর হামলায় কেউ নিহত হয়নি দাবি করেন তিনি।

বলে রাখা ভালো, ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (ইসওয়াপ) বা বোকো হারাম নামে পরিচিত জঙ্গী গোষ্ঠীটি গেলো কয়েক বছর ধরে নাইজেরিয়ার উত্তরপূর্ব অঞ্চলসহ প্রতিবেশি ক্যামেরন, চাদ ও নাইজারে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে অপহরণের ৪৮ ঘণ্টা কেটেছে ব্যাংক ম্যানেজারের
‘ব্যাংক ম্যানেজারকে অপহরণের আগে কোটি টাকা চেয়েছিল কেএনএফ’
স্বামীকে ফিরে পেয়ে যা বললেন ব্যাংক ম্যানেজারের স্ত্রী
যেভাবে উদ্ধার করা হলো সেই ব্যাংক ম্যানেজারকে
X
Fresh