• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৯/১১’র ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০১৭, ১১:৫৬

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ৮৫০ মার্কিন নাগরিকের পরিবার সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছে। মঙ্গলবার ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা করা হয়েছে।

সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথিত ভূমিকার কথা তুলে ধরে এ মামলা করা হয়েছে। আল-কায়েদার সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে এবং হামলাকারীদের তহবিল ও সমর্থন যুগিয়েছে সৌদি আরব। এমনটাই দাবি করেছে বাদিপক্ষ।

মামলায় আরো বলা হয়, সৌদি রাজপরিবার জড়িত না থাকলে ৯/১১’র হামলা চালানো সম্ভব হতো না। তাই হামলায় নিহত এবং আহতদের পুরোপুরি ক্ষতিপূরণ দিতে সৌদি আরব বাধ্য।

৯/১১ হামলার ঘটনায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক বলে দাবি করা হয়। যদিও সৌদি আরবের দাবি, আল-কায়েদার বিরুদ্ধে লড়াই করছে দেশটির সরকার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে হামলা চালানো হয়। হামলায় মারা যান তিন হাজারের বেশি লোক। এদের মধ্যে চারশ’র বেশি ছিলেন পুলিশ এবং অগ্নিনির্বাপণ কর্মী।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh