• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বোকো হারামের কাছ থেকে ১৭ নাইজেরীয় শিক্ষার্থী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২০, ১৫:২৩
17 students rescued from Boko Haram in Nigeria
সংগৃহীত

নাইজেরিয়ায় বোকো হারামের অপহরণ করা কয়েকশ’ শিক্ষার্থীদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা গেছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যের একটি স্কুল থেকে ওই শিক্ষার্থীদের অপহরণ করে বোকো হারাম। খবর আনাদোলু এজেন্সির।

কাতসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারি একটি রেডিও স্টেশনকে বলেছেন, কাতসিনার ছোট একটি শহর কানকারা একটি বোর্ডিং স্কুল থেকে বোকো হারাম কয়েকশ’ শিক্ষার্থীকে অপহরণের পর তিনি অভিযানের নির্দেশ দিয়েছেন। ওই অভিযানে ‍দুই শিক্ষার্থী মারা গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, অপহৃত শিক্ষার্থীদের অধিকাংশকেই পার্শ্ববর্তী প্রদেশের জামফারা বনে রাখা হয়েছে। তাদের বাঁচানোর চেষ্টা চলছে।

গত ১১ ডিসেম্বর রাতে ওই বোর্ডিং স্কুলে হামলা চালায় বোকো হারামের সদস্যরা। এসময় তারা ছয় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে। পরে ওই এলাকায় যান প্রতিরক্ষামন্ত্রী বাশির সালিহি। খুব শিগগিরই অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহরি নিরীহ শিশুদের উপর বোকো হারামের কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী বনের মধ্যে সশস্ত্র দলটিকে চিহ্নিত করেছে এবং একটি অভিযান শুরু হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh