• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৩ মাসে যুক্তরাষ্ট্রে ৩৩ মসজিদে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০১৭, ১৩:৪৬

প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে আমেরিকায় মুসলিমদের ওপর আক্রমণের প্রবণতা বেড়ে গেছে। সে সঙ্গে বেড়ে গেছে মসজিদে হামলার ঘটনাও।

২০১৭ সালের তিন মাসেই হামলা হয়েছে আমেরিকার ১৯ অঙ্গরাজ্যের ৩৩টি মসজিদে। দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এর প্রতিবেদন অনুসারে সিএনএন এ তথ্য জানিয়েছে।

তবে হামলার ধরণ ছিল ভিন্ন ভিন্ন। মিশিগানে ইপসিলান্তির একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে মুসলিমবিরোধীরা। ক্যালিফোর্নিয়ার রোজভিলে মুসলিমবিরোধীরা ইসলামের বিরুদ্ধে নানা কথা স্প্রে পেইন্টিং করে লিখে রাখে। অ্যারিজোনার টাকসনে মসজিদ ভাংচুর করে কোরআন শরীফ ছিড়ে ফেলার ঘটনা ঘটে।

মার্চের প্রথম সপ্তাহে পাঁচটি মসজিদে হামলার হুমকি দিয়ে পাঠানো হয় উড়োচিঠি। এসব চিঠিতে মসজিদগুলোতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

এছাড়াও কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, হাওয়াই, ইলিনয়স, কেনটাকি, লুজিয়ানা, ম্যারিল্যাণ্ড, মন্টানা, নিউজার্সি, নিউইয়র্ক, ওহিও, টেক্সাস এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিভিন্ন মসজিদ মুসলিমবিরোধী হামলার শিকার হয়েছে।

অপরদিকে সিএআইআর এর প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে ১৭টি মুসলিমবিরোধী হামলার ঘটনা ঘটেছে।



এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh