• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হিলারির ক্ষতি করতে চেয়েছিলেন পুতিন : কোমি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০১৭, ১০:০০

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা কালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতি করতে চেয়েছিল রাশিয়া। এমনটাই জানালেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমি।

সেই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোলান্ড ট্রাম্পকে সাহায্য করতে চেয়েছিল রুশ প্রশাসন। সোমবার মার্কিন প্রতিনিধি পরিষদের শুনানিতে একথা জানান কোমি।

তিনি বলেন, রাশিয়া চেয়েছিল আমাদের গণতন্ত্রের ক্ষতি করতে, হিলারির ক্ষতি করতে এবং ট্রাম্পকে সাহায্য করতে। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিলারিকে পছন্দ করেন না। তাই তিনি হিলারির বিরোধী প্রার্থীকে সহায়তা করতে চেয়েছিলেন।

তবে ট্রাম্পের সঙ্গে রুশ প্রশাসনের কোনো যোগসাজশ হয়েছিল কিনা তা জানাতে পারেননি এ গোয়েন্দা কর্মকর্তা।

তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায় নি। তবে তদন্ত চলছে।

এছাড়া নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় গোয়েন্দা কমিটি।

জেমস কোমি বলেন, প্রেসিডেন্টের টুইটার বার্তাকে সম্মান করি। কিন্তু ওই টুইটার বার্তার সমর্থনে কোনো প্রমাণ পাইনি আমরা। এমনকি বিচারদপ্তরও তদন্ত করে অভিযোগের পক্ষে প্রমাণ পায়নি।

এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh