• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিতর্কিত ‘লাভ জিহাদ আইনে’ভারতে প্রথম মুসলিম যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:২১
ফাইল ছবি

ভারতে পাস হওয়া নতুন আইন ‘লাভ জিহাদ আইনে’ প্রথম এক মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এক হিন্দু নারীকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে উত্তর প্রদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিবিসির খবরে বলা হয়, ভারতে মুসলমানরা পরিকল্পিতভাবে হিন্দু নারীদের ধর্মান্তরিত করে বিয়ে করা পরিকল্পনা করছে, কট্টরপন্থি হিন্দু সংগঠনগুলো এমন অভিযোগ করে আসছে দীর্ঘদিন ধরে। তারা বিয়ের এ প্রক্রিয়াকে নাম দিয়েছে ‘লাভ জিহাদ’।

বুধবার টুইটারে উত্তর প্রদেশের বেরিলি জেলার পুলিশ নতুন আইনে এক মুসলিম যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তর প্রদেশে ‘জোরপূর্বক’ অথবা ‘জালিয়াতিপূর্ণ’ ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন পাস হয়। এই আইনকে ‘ইসলামোফোবিক আইন’ নামে অভিহিত করেছেন অনেকে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জামিন অযোগ্য এ আইনে দোষী সাব্যস্ত হলে গ্রেপ্তার হওয়া যুবকের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

খবরে আরও বলা হয়েছে, উত্তর প্রদেশ ছাড়াও ভারতের আরও অন্তত চারটি রাজ্য ‘লাভ জিহাদ’ বিরোধী আইন পাসের চেষ্টা চালাচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
X
Fresh