• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিভিন্ন দেশে কোটি কোটি টিকা সরবরাহ করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২০, ১৭:১৯

বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি করোনার টিকা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। সিএনএনের এক প্রতিবেদনে চীনা টিকা সরবরাহের প্রস্তুতির বিষয়ে তুলে ধরা হয়।

সিএনএন জানায়, দক্ষিণ চীনের শেনঝেন আন্তর্জাতিক বিমানবন্দরের গুদামে বিশেষ তাপমাত্রায় নিয়ন্ত্রিত ৩৫০ বর্গমিটার এলাকাজুড়ে থাকা চেম্বারগুলো শিগগিরই ভর্তি হবে চীনা কোম্পানির তৈরি করোনার টিকায়। বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রকেরা টিকার অনুমোদন দিলেই তা সরবরাহের জন্য প্রস্তুত চীন। এ গুদাম থেকেই তাপমাত্রা নিয়ন্ত্রিত কার্গো বিমানে করে বিভিন্ন দেশে টিকা সরবরাহ করবে দেশটি।

চীনের টিকাটি যেসব দেশে তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে এ টিকা । আগামী কয়েক মাসের মধ্যেই কয়েক কোটি ডোজ সরবরাহ করা হবে। দেশটি জানায়, উন্নয়নশীল দেশগুলো অন্যদের চেয়ে আগেভাগে এ টিকা পাবে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের উৎস চীনের ল্যাবে। বিভিন্ন দেশ ও ভাইরোলোজিস্টদের এ অভিযোগের কারণে অনেকটাই ভাবমূর্তির সংকটে পড়েছে চীন। তাই করোনা টিকা সরবরাহ সহজলভ্য করার মধ্য দিয়ে ভাবমূর্তি উদ্ধারে চেষ্টা করবে দেশটি।

চীনে বর্তমানে চারটি প্রতিষ্ঠানের পাঁচটি টিকা তৃতীয় ধাপের পরীক্ষায় রয়েছে। এ পর্যায়ে টিকার নিরাপত্তা ও কার্যকারিতা দেখার পরই নিয়ন্ত্রকেরা অনুমোদন দেন। দেশের ভিতরে টিকার সফলতার পর চীনা প্রতিষ্ঠানগুলো বিশ্বের ১৬টি দেশে তা পরীক্ষা চালাচ্ছে।

এরইমধ্যে চীন তাদের টিকা সরবরাহে চুক্তি করেছে ব্রাজিল ও তুরস্কের সাথে। এছাড়াও ইন্দোনেশিয়াতে উৎপাদন হবে চীনের টিকা।

চীনের কোম্পানী সিনোভ্যাকের টিকা এ পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধে বড় সফলতা দেখিয়েছে বলে দাবি করেছে দেশটি।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
X
Fresh