• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হায়দরাবাদের নাম ভাগ্যনগর করবেন যোগি

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২০, ১৫:৫৯
যোগি

ভারতে মুসলিম ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত হায়দারাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করার পক্ষে মত দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগি আদিত্যনাথ।

শনিবার (৩০ নভেম্বর) গ্রেটার হায়দরাবাদ পৌর করপোরেশন নির্বাচন উপলক্ষে হায়দরাবাদে এক পথসভায় যোগি আদিত্যনাথ বলেন, ফৈজাবাদ ‘অযোধ্যা’ হতে পারলে হায়দরাবাদ ‘ভাগ্যনগর’ হবে না কেন?

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পথসভায় যোগি অংশ নিলে কর্মীরা তাকে প্রশ্ন করেন, হায়দরাবাদ শহরের নাম ভাগ্যনগর রাখা যেতে পারে কিনা? উত্তরে যোগি বলেন কেন হবে না? উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা ফৈজাবাদের নাম রেখেছি অযোধ্যা এবং এলাহাবাদের নাম প্রয়াগরাজ। তা হলে হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ করা যাবে না কেন?

তিনি আরও বলেন, অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির নির্মাণের জন্য প্রচুরসংখ্যক কর সেবক তেলেঙ্গানা এবং হায়দরাবাদ থেকে যান। আপনাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছিলেন, কিন্তু কিছু লোক ছিল যারা আপনাদের আস্থাকে অপমান করেছিল।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার হায়দরাবাদের নেতৃত্বে বিশ্বকাপজয়ী কামিন্স
X
Fresh