• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মর্গে নেওয়ার পর চিৎকার করে উঠলো মৃত ঘোষিত ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২০, ১২:৫৯
Hospital in kenya, Dead body in Kenya, Piter kigen
হাসপাতাল কর্তৃক মৃত ঘোষণার পরও বেঁচে থাকা পিটার

প্রচণ্ড পেটে ব্যথার চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর স্বাস্থ্যের অবনতি হয় তার। এক পর্যায়ে ডাক্তার তাকে ‍মৃত বলে ঘোষণা করে। এরপর মরদেহ সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় মর্গে। কিন্তু মর্গে ঢুকিয়ে লাশ সংরক্ষণ প্রক্রিয়ার শুরুর সাথে সাথে চিৎকার করে উঠেন মৃত ঘোষিত ব্যক্তি !

সম্প্রতি ঘটনাটি ঘটেছে কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে। ঘটনার শিকার ৩২ বছর বয়সী ওই ব্যক্তির নাম পিটার কিগেন। ঘটনার পর ওই ব্যক্তির ভাই সংবাদমাধ্যমকে বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে যাই। মর্গ থেকে দেহ নেওয়ার জন্য আমাকে কাগজপত্রও দিয়েছিলেন নার্স। দেহ সংরক্ষণের কাজ শুরুর আগে আমাকে মর্গে ডেকে পাঠানো হয়। সেখানে যেতেই চমকে যাই। দেখি, ভাই নড়াচড়া করছে। আমি বুঝতে পারছি না একজন জীবিত ব্যক্তিকে কী ভাবে মর্গে নিয়ে যাওয়া হল।’

জীবিত অবস্থায় মর্গে যাওয়া পিটার কিগেন বলেন, ‘যা ঘটল তা আমি বিশ্বাস করতে পারছি না। কী করে ওরা বুঝল আমি মৃত? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য।’

কেনিয়ার হাসপাতালগুলোয় রোগীদের প্রতি অবহেলার অভিযোগ পুরোনো।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনএ রিপোর্টের অপেক্ষায় এখনও মর্গে ওই নারী সাংবাদিকের মরদেহ
জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী
সুদান সংঘাত থামাতে কেনিয়ায় বেয়ারবক
X
Fresh