• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২০, ১৭:৫৬
Afganistan, Gazni, Car bombing in Afganistan, Afgan Attack
সংগৃহীত

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় অনন্ত ৩০ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। রোববার দেশটির গজনিতে এ হামলার ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর আল জাজিরার।

তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। সেখানকার প্রাদেশিক হাসপাতালের পরিচালক জানান, ঘটনাস্থল থেকে ৩০ টি মৃতদেহ ও ২৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড।

গাড়ি বোমায় কম্পাউন্ডটির আশপাশের অনেক বেসামরিক ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। যার কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন।

গত শনিবারও কাবুলের পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন নিহত ও ২৩ জন আহত হয়।

গত কয়েক মাসে আফগানিস্তানের বেশ কয়েকটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। যদিও সম্প্রতি কাতারের দোহায় সরকার ও তালেবান নেতাদের সাথে শান্তি আলোচনা হয়েছে।

গত দুই দশক ধরেই সংষর্ঘ ও হামলার মধ্য দিয়ে চরম অস্থির সময় পার করছে আফগানিস্তান।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
X
Fresh