• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের কারণ জানালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২০, ১২:২০
Donald Trump, US president, Imarn Khan , Pakistan prime minister
সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের ব্যাপারে নিজের মতামত তুলে ধরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার পাকিস্তানের এক্সপ্রেস নিউজের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, করোনা মহামারী না হলে প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই জিততে পারতেন ডোনাল্ড ট্রাম্প। খবর দ্যা ডনের।

সাক্ষাতকারে ইমরান খান বলেন, ‘মার্কিন গণমাধ্যমগুলোর ট্রাম্পবিরোধী অবস্থানের কারণে মনে হয়েছিলো, তার বড় ধরনের পরাজয় হবে। কিন্তু ততটা হয়নি। পরাজিত প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প।’

ইমরান খানের মতে, রাষ্ট্রে গণমাধ্যমের বড় ভূমিকা থাকলেও দেশ পরিচালনায় তা কখনো হুমকি নয়। বলেন, গণমাধ্যমে আমারও সমালোচনা হয়। এটি কোনো সমস্যা সৃষ্টি করতে পারেনা। তবে অভিযোগ করে বলেন, ‘গণমাধ্যম কখনো কখনো সমাজের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন করে না। যার কারণে সমাজের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়।’

মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সমালোচনা দেশের সম্পদ। চিন্তার প্রসারতার জন্য মত প্রকাশের স্বাধীনতা জরুরি।’

পাকিস্তানের গণমাধ্যমের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে বলেও সাক্ষাতকারে দাবি করেন ইমরান খান।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
X
Fresh