• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিতর্কিত আইনের প্রতিবাদে উত্তাল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২০, ২০:২৯
France, France demonstration, procession in France
বিতর্কিত আইনের প্রতিবাদে ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ

কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইন প্রণয়ন করতে যাচ্ছে ফ্রান্স। আর এ সিদ্ধান্তের প্রতিবাদে করোনা উপক্ষো করেই দেশটির রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। এ সময় সরকারবিরোধী স্লোগান দেন তারা। খবর আল জাজিরার।

বিক্ষোভকারীরা বলছেন, পুলিশ সদস্যদের চেহারা দেখা না গেলে, পুলিশি নির্যাতনের ঘটনা আরো বাড়বে। প্রস্তাবিত এ আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন তারা।

বিক্ষোভে অংশ নেয়া একজন বলেন, খসড়া আইনের ২৪ অনুচ্ছেদে গণমাধ্যমে পুলিশের চেহারা দেখাতে নিষেধাজ্ঞার ধারাটি বাতিলের আহ্বান জানাই। আর এ নিয়ে সরকারের সাথে দরকষাকষির কিছু নেই।

এদিকে, দেশটিতে এমন আইন প্রণয়নের প্রেক্ষিতে সাধারণ মানুষের বিক্ষোভ চলাকালীন এক কৃষ্ণাঙ্গকে পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে।

প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজক মাইকেলকে পুলিশের মারধরের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আরো বেশি ফুঁসে উঠেছে ফ্রান্সের সাধারণ মানুষ।

তবে এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্তের পাশাপাশি চার পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এছাড়া এমন ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এমএস


মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh