• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মায়ের মতো বধূ সাজবেন বেনজির কন্যা, বাগদান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২০, ২০:১৩
Bakhtawar Bhutto and Mahmud Chowdhury
বাখতাওয়ারা ভুট্টো ও মাহমুদ চৌধুরী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে বাখতাওয়ারা ভুট্টোর বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র দুবাইভিত্তিক ব্যবসায়ী পরিবারের ছেলে মাহমুদ চৌধুরী।

গতকাল শুক্রবার আংটিবদল হয়েছে তাদের। করোনারভাইরাসের কারণে রাজধানীর ইসলামাবাদের সীমিত আয়োজন হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, রাতের আয়োজনে বখতাওয়ারের বাগদানের অনুষ্ঠানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা, ব্যবসায়ী, আইনজীবী, কিছু পার্লামেন্ট সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২৭ নভেম্বর বাখতাওয়ারা ভূট্টোর বিয়ে হবে মাহমুদ চৌধুরীর সঙ্গে।

বেনিজর ভু্ট্টো ২০০৭ সালে আততায়ীদের হাতে নিহত হন। বাখতাওয়ারা ভুট্টোর পিতা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

নিজের বিয়ের অনুষ্ঠানে মায়ের মতো করেই বধূ সাজবেন বাখতাওয়ারা। বউ সাজাবে ১৯৮৭ সালে বেনজির ভুট্টোকে বউ সাজানোর দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান ‘রেশাম রেভাজ’। সম্প্রতি তারা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে। যাতে দেখা যায়, বধূয়ার সাজে বসে আছেন বেনজির ভূট্টো। বিয়ে উপলক্ষে মায়ের মতোই সাজবেন বেনজির কন্যা।

ক্যাপশনে প্রতিষ্ঠানটি লিখেছে, বাখতাওয়ার ভুট্টো রেশাম রেভাজের সাজে নিজেকে সাজানোর সিদ্ধান্ত নেয়ায় আমরা সম্মানিত।

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh