• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইরাকে মুকতাদা আল সদর সমর্থকদের বিশাল র‌্যালী, সংষর্ঘে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২০, ১৭:৩৪
Muktada al Sadr, Iraq, Iraq shiah Leader
র‌্যালীতে অংশ নিয়ে রাস্তায় নামাজ পড়ছেন সদর সমর্থকরা

ইরাকে শিয়া নেতা মুকতাদা আল সদরের সমর্থনে বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে দশ হাজারেরও বেশি মানুষ। এ সময় তার সমর্থকদের সাথে সরকার বিরোধীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। সেই সাথে আহত হয়েছেন ১২ জনেরও বেশি। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, মুকতাদা আল সদরের দশ হাজার সমর্থক বাগদাদের রাস্তায় অবস্থান নিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইরাকের নাসিরিয়া শহরে সরকার বিরোধী হিসেবে পরিচিত নেতা মুহাম্মদ আল খায়াত এ ঘটনার জন্য সদরের সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘মুকতাদা আল সদরের সমর্থকরা আমাদের দিকে গুলি তাক করেছে। আমরা আশংকা করছি আরো সহিংসতা হতে পারে।’

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানান, দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার পাশাপাশি ৫১ জন আহত হয়েছে।

সদরের সমর্থকরা ইরাকের তাহরির স্কয়ারে সমবেত হয়েছে।

ইরাক সম্প্রতিকালে করোনার প্রভাবে তেলের দাম পতনের কারণে ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি সরকারি কর্মচারীদের সময়মতো বেতন পরিশোধ করাও সম্ভব হচ্ছে না।

চলতি সপ্তাহের মুকতাদা আল সদর টুইট করে বলেছেন , আগামী নির্বাচনে বড় জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে মূলত নিজেদের দলের শক্তিমত্তার জানান দিচ্ছেন মুকতাদা আল সদর।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক ও সিরিয়ায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক মিশন বন্ধের ঘোষণা ইরাকের
X
Fresh