• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২০, ২৩:৪৪
Iran, Mohsin Fakrizadeh, Iran Ureniam , Iran Scientist
হামলায় নিহত পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ

ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে বোমা নিক্ষেপ ও পরবর্তীতে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এ হামলার পেছনে ইসরাইলকে দায়ী করেছে ইরান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হওয়ায় হাসপাতালে নেওয়ার পর মারা যান মোহসেন ফাখরিজাদেহ।

মোহসেন ফাখরিজাদেহ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা বিষয়ক সংস্থার প্রধান ছিলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা তার গাড়িতে হামলা চালায়। এ সময় তার দেহরক্ষী ও দুষ্কৃতকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো তাকে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করে থাকে।

ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরুর পর ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাড়িয়েছে। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করছে পশ্চিমা দেশগুলো। এমন প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটলো।

২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে দেশটির চারজন বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্যও ইসরায়েলকে দায়ী করেছে ইরান।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh