• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ানের সংসদে শূকরের নাড়িভুড়ি ছোড়াছুড়ি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২০, ১৯:২৪
Taiwan, Taiwan parliament , Parliament
সংসদ অধিবেশনে শূকরের নাড়িভুড়ি নিক্ষেপ করছে বিরোধী দল

যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানি বিতর্কে তাইওয়ানে সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীকে শূকরের নাড়িভুড়ি নিক্ষেপ করেছে বিরোধী দলীয় সদস্যরা। শুক্রবার এ খবর জানিয়েছে বিবিসি।

বিরোধীরা অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্র থেকে যে শূকরের মাংস আমদানির অনুমতি দিয়েছে সরকার, তাতে স্বাস্থ্যের জন্য মারাত্নক ঝুঁকিপূর্ণ উপাদান রয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী সু তিসেং-চ্যাং পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে জবাব দিচ্ছিলেন। এ সময় প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে এক বালতি শূকরের নাড়িভুড়ি ছুড়ে মারেন। এ ঘটনার পর সংসদে ব্যাপক হট্টোগোল বাঁধে।

অবশ্য বিরোধী দলের অভিযোগ অস্বীকার করেছে তাইওয়ানের ক্ষমতাসীন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি। তাদের দাবি, আমদানি করা মাংসে ক্ষতিকারক কোনো উপাদান নেই। সেই সাথে এ ইস্যুতে সংসদে যুক্তিপূর্ণ বিতর্কের আহ্বান জানিয়েছে। আর ঘটনাকে জঘন্য প্রতিবাদ হিসেবেও আখ্যা দিয়েছে সরকার।

দেশটির সাবেক সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন এই উপাদানযুক্ত মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিলো।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাইওয়ানে ভূমিকম্প : ৪ জনের মরদেহ উদ্ধার 
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
তাইওয়ান প্রশ্নে চীনের পাশে বাংলাদেশ
যাকে ভোট না দিতে সতর্ক করেছিল চীন, তিনিই তাইওয়ানের ক্ষমতায়
X
Fresh