• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২০, ১৮:১৭
Jo Biden, Donald Trump, White house
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অবশেষে হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জো বাইডেন যদি পরবর্তী প্রেসিডেন্ট ঘোষিত হন, তাহলে হোয়াইট হাউস ছাড়বেন তিনি। খবর বিবিসির।

নির্বাচনে হারের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যে লড়াই শুরু হয়েছে, তা থামতে এখনো বহু দেরি।

এসময় জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

বিভিন্ন রাজ্যে ভোটের ফলাফলে জো বাইজেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে জো বাইডেনের।

নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩২ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

নির্বাচনে হারের পর ট্রাম্প অভিযোগ করেছিলেন, ‘ফল জালিয়াতি হয়েছে।’ এ অভিযোগে মামলাও করেছিলেন বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। তবে সঠিক প্রমাণের অভাবে অধিকাংশ মামলাই খারিজ হয়ে গেছে।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
যে কারণে হোয়াইট হাউসে বাইডেনের ইফতার আয়োজন বাতিল হলো
নাম পেল বাইডেন-জয়ার তিন কন্যা
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
X
Fresh