• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শরীরে করোনা সংক্রমণ পরীক্ষা করবে রোবট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ২৩:২৩
Egypt, Corona in Egypt, Robot will check coron

শরীরে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা, তা পরীক্ষা করবে রোবট। সম্প্রতি মিশরের একজন প্রযুক্তিবিদ এক ধরনের রোবট তৈরি করেছেন, তা মানবদেহে করোনা পরীক্ষার পাশাপাশি তাপমাত্রাও মাপতে সক্ষম হবে। খবর রয়টার্সের।

মিশরের কায়রোর উত্তরাঞ্চলে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। করোনা চিকিৎসায় ব্যবহৃত এই রোবটের নকশা করেছেন মাহমুদ এল-কোমি নামে একজন প্রযুক্তিবিদ। তার উদ্ভাবিত এ রোবটের নাম কাইরা-৩।

রয়টার্সকে তিনি জানান, মানুষের চেয়েও বেশি যথাযথভাবে কাজ করে এই রোবট। মানুষ যাতে ভয় না পায়, সেদিকে বিবেচনা করে এর মুখমন্ডলকে মানুষের আকৃতিতে তৈরি করা হয়েছে। এমনভাবে রোবটকে গড়ে তোলা হয়েছে, মানুষ যাতে মনে না করে, একটি বাক্স হেঁটে চলছে।

মাহমুদ জানান, রোবটটির মাধ্যমে মানুষের রক্ত পরীক্ষার পাশাপাশি এক্সরেও করা যায়। এখন পর্যন্ত মানুষের কাছ থেকে এই রোবটকে ঘিরে ইতিবাচক সাড়া মিলছে বলেও জানান তিনি। এই রোবট করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে এবং সংক্রমণ ছড়ানো ঠেকাতে সাহায্য করতে পারবে বলেও আশা জানান তিনি।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh