• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নীরবতা ভেঙ্গে বাইডেনকে অভিনন্দন জানালেন জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ১৩:৩৯
Jinping broke the silence and greeted Biden
ফাইল ছবি

দীর্ঘ নীরবতা ভেঙ্গে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

বাইডেন নির্বাচনে জেতার পর কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও নীরবতা বজায় রাখেন শি জিনপিং। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম হয়। অথচ ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার ছয় দিনের মাথায় তাকে অভিনন্দন জানিয়েছিলেন জিনপিং।

তবে বাইডেন জয়ী হওয়ার পর চীন তাকে অভিনন্দন জানাতে অনেকটা গড়িমসি করে। যদিও শেষ পর্যন্ত ১৩ নভেম্বর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠায়। এখন বাইডেনকে অভিনন্দন জানালেন জিনপিং।

চীনা প্রেসিডেন্ট তার শুভেচ্ছা বার্তায় দুই দেশের মধ্যে সুস্থ ও স্থিতিশীল সম্পর্কোন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাণিজ্য ও প্রযুক্তি বিরোধ থেকে শুরু করে হংকং বা করোনা মহামারিসহ নানা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে মার্কিন-চীন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

জিনপিং বলেন, শুধু দুই দেশের মানুষই আমাদের মধ্যকার স্থিতিশীল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের এমন সম্পর্ক প্রত্যাশা করে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবনির্বাচিত আইরিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
নির্বাচনে হস্তক্ষেপ করতে জিনপিংকে নিষেধ করলেন বাইডেন
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
X
Fresh