logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ শ্রমিকের মৃত্যু

Brazil bus and truck
ছবি- সংগৃহীত
ব্রাজিলের সাওপাওলোতে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই শ্রমিক ছিলেন।  

স্থানীয় সময় বুধবার ব্রাজিলের পূর্ব-দক্ষিণাঞ্চলের তানগুয়াই শহর থেকে ৩৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, একটি গার্মেন্টসের ৫৩ জন শ্রমিক নিয়ে বাসটি যাচ্ছিল। বাসটির সঙ্গে সামনে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওয়াই 

RTV Drama
RTVPLUS