• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুইজারল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এক নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২০, ১০:৪১
One arrested after suspected terror incident in Switzerland
বিবিসি থেকে নেয়া

সুইজারল্যান্ডে একটি দোকানে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দুজন নারী আহত হয়েছে। সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলে লুগানো শহরে ওই হামলার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, ওই নারী একজনের শ্বাসরোধের চেষ্টা করেন এবং আরেকজনকে ঘাড়ে ছুরিকাঘাত করেন। পরে দোকানে উপস্থিত ক্রেতারা ওই নারীকে ধরে ফেলে।

একজন ভিকটিম গুরুতর আহত হয়েছেন, তবে তার আঘাত প্রাণঘাতী নয়। আরেকজন সামান্য আহত হয়েছে।

২৮ বছর বয়সী ওই সন্দেহভাজন নারীর বিরুদ্ধে এর আগে পুলিশ তদন্ত করেছিল। ২০১৭ সালে ‘জিহাদিস্ট টেরোরিজমের’ কারণে ওই তদন্ত করা হয়েছিল।

সুইস বংশোদ্ভূত ওই নারী ইতালিয়ান ভাষাভাষী অধ্যুষিত টিসিনো অঞ্চলে বাস করেন। হামলার পর ফেডারেল অ্যাটর্নি-জেনারেল অফিস জানায়, লুগানোর একটি ডিপার্টমেন্ট স্টোরে কয়েকজনের ওপর সন্দেহভাজন সন্ত্রাসী হামলা ঘটেছে।

টিসিনো সরকারের প্রেসিডেন্ট নরম্যান গোবি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমাদের কমিউনিটিতে চরমপন্থার কোনও স্থান নেই।

এই হামলার পর টুইট করে নিন্দা জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ। চলতি মাসের শুরুর দিকে অস্ট্রিয়ায়ও জিহাদি বন্দুক হামলার ঘটনা ঘটেছিল।

তিনি বলেন, ভিকটিমদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পূর্ণ ও দ্রুত আরোগ কামনা করছি। এই কঠিন সময়ে আমরা সুইজারল্যান্ডের পাশে আছি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
আলীকদমে গভীর রাতে তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলা, থমথমে পরিস্থিতি
পাকিস্তানে নতুন করে বেড়েছে সন্ত্রাসী হামলা
X
Fresh