• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

‘নারীর ছদ্মবেশে আরব নেতাদের সঙ্গে দেখা করতেন ইসরায়েলের এজেন্টরা’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২০, ০৯:৪৩
Israeli agents regularly met Arab leaders 'disguised in women's clothing'
মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতোম

আরব নেতাদের সঙ্গে নিয়মিত উচ্চ পর্যায়ের গোপন বৈঠক করতো ইসরায়েলি এজেন্ট ও কর্মকর্তারা। নারীর ছদ্মবেশে ইসরায়েলি গোয়েন্দা ও কর্মকর্তার এই বৈঠকে অংশ নিতেন বলে জানিয়েছন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান। খবর আল আরাবি’র।

স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ড্যানি ইয়াতোম বলেন, আরব বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম, জর্ডানের বাদশাহ হুসেইন এবং তার ভাই প্রিন্স হাসানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের খবর সামনে আসার পর এমন তথ্য জানালেন মোসাদের সাবেক এই প্রধান। তিনি বলেন, এসব বৈঠক রাতে এবং বিশ্ববাসী চোখের আড়ালে হতো।

ইয়াতোম বলেন, একবার তিনি এবং চিফ অব স্টাফ এহুদ বারাক ওয়াশিংটনে আল-মুয়াল্লেম এবং সিরিয়ান সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ হিকমত শেহাবির সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন। সেখানে তারা সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা করেন।

মোসাদের সাবেক এই প্রধান আরও বলেন, ইসরায়েলিরা নারীদের ছদ্মবেশে এসব বৈঠকে যোগ দিতে যেতেন। তারা পরচুলা এবং নারী পোশাক পরতেন। এদিকে ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন ইয়াতোম।

ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়োআভ গালান্ট এবং একজন সৌদি কর্মকর্তা যুবরাজ মোহাম্মদ ও নেতানিয়াহুর মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও একরোখাভাবে এই দাবি অস্বীকার করে যাচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারে আন্তমন্ত্রণালয় বৈঠক আজ
সেন্টুর পদত্যাগপত্র গ্রহণ করেননি জাপা চেয়ারম্যান
অবশেষে তামিমের সঙ্গে বৈঠক করেছে বিসিবি
সালিশ বৈঠকে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১
X
Fresh