• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

২৭ বছর পর দখলমুক্ত মসজিদে প্রবেশ করলেন প্রেসিডেন্ট ইলহাম

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ২০:৪৮
মসজিদে স্ত্রী সহ প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ

দীর্ঘ ২৭ বছর দখলে থাকা আর্মেনিয়ার হাতে দখলে থাকা মসজিদটি দখলমুক্ত হওয়ার পর সোমবার মসজিদের দেয়ালে চুমু খেয়ে ভেতরে প্রবেশ করেন জারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ সময় তার সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি মেহরিবান আলিয়েভা ছিলেন।

মসজিদে ঢুকে প্রেসিডেন্ট দোয়া করেন ও পবিত্র কোরআন শরিফ রাখেন।

সম্প্রতি আর্মেনিয়া থেকে দখলমুক্ত হওয়ার পর সোমবার নাগোরনো-কারাবাখের আগদাম অঞ্চল সফরে যান বাকুর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

পরে আলিয়েভা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইন্সটাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। পাশাপাশি ভিডিও আপলোড করেন। নিজস্ব যানবহনের চেপে অঞ্চলটিতে সফর করেন দেশটির প্রধান।

প্রেসিডেন্টের স্ত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, আগদামের একটি মসজিদে প্রেসিডেন্ট আলিয়েভ ও তার স্ত্রী এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট মেহরিবান আলিয়েভ মসজিদে প্রবেশ করছেন।

তারা মসজিদের ফটকে চুমু খেয়ে প্রবেশ করেন। এ সময় তিনি ও তার স্ত্রী কুরআনে চুমু খেয়ে সেটি মসজিদে রাখেন।

১৯৯১ সোলে আর্মেনিয়া যখন নাগোরনো-কারাবাখ দখল করে তখন দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবেই স্বীকৃত।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষক ও সহপাঠীকে অভিযুক্ত করে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
এক্স ব্যবহারকারীদের জন্য সুখবর
একটি এসএমএসে ভাঙে মাহির সংসার
শিক্ষা সফরে স্কুলছাত্রদের সঙ্গে শিক্ষকের মদ্যপান
X
Fresh