• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

হিন্দু পুলিশদের ওপর হামলার জন্য ছুরি কেনে ফয়সাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ১৮:৫১
Bangladeshi arrested in Singapore for terrorism-related activities
সংগৃহীত

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে ২৬ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।

তারা জানিয়েছে, আহমেদ ফয়সাল নামের ওই যুবককে ২ নভেম্বর গ্রেপ্তার করা হয়। পরে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রাথমিক তদন্তে জানা যায় যে, ফয়সাল চরমপন্থায় দীক্ষিত হয়েছে এবং নিজের ধর্মের সমর্থনে সহিংস হামলার পরিকল্পনা করছে।

ফয়সাল ২০১৭ সালের শুরুতে সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে যান। পরের বছর অনলাইন প্রোপাগান্ডা দেখে ইসলামিক স্টেট বা আইএস’র দীক্ষায় দীক্ষিত হয় ফয়সাল।

নিজের অবস্থান লুকাতে ভুয়া নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করেন ফয়সাল এবং সক্রিয়ভাবে সশস্ত্র সহিংসতা প্রোমোটের বিভিন্ন বিষয় শেয়ার করেন।

এমনকি ছুরিও কেনেন ফয়সাল। পরে তিনি কর্তৃপক্ষ জানান যে, দেশে ফিরে হামলার পরিকল্পনা করছেন তিনি।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের তদন্তে যতটুকু জানতে পেরেছেন তাতে দেশটিতে সহিংস কোনও কিছুর পরিকল্পনা নেই ফয়সালের।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে. শানমুগাম মঙ্গলবার একটি অনুষ্ঠানে বলেন, ফয়সাল বাংলাদেশে গিয়ে হিন্দু পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালানোর জন্য ছুরিগুলো দেশে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, ফয়সালের বিরুদ্ধে আর্থিক সন্ত্রাসবাদী অপরাধের বিষয়ে তদন্ত করছে বাণিজ্য মন্ত্রণালয়।

সিঙ্গাপুরের এই মন্ত্রী বলেন, ফ্রান্স বিরোধী মনোভাব এবং সহিংসতায় উস্কানি দিতে জ্বালাময়ী মন্তব্য বা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও ১৫ বাংলাদেশি এবং একজন মালয়েশিয়ান স্ব স্ব দেশে ফেরত পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ মার্চ)
জিম্মি জাহাজে উদ্ধার অভিযান নিয়ে যা বলল মালিকপক্ষ
স্কুলছাত্রীকে জোর করে চুমু দিয়ে মাদরাসাছাত্র গ্রেপ্তার
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
X
Fresh