• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মারা গেলেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ০৯:২৩
Former Assam Chief Minister Tarun Gogoi
তরুণ গগৈ

দীর্ঘ লাড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

তরুণ গগৈর শারীরিক অবস্থা সংকটজনক ছিল। এমনটাই জানিয়েছিলেন আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রোববার বিকেলের পর থেকেই কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছিল। শ্বাসকষ্ট নিয়ে গত ২ নভেম্বর থেকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন গগৈ।

গত ২৫ আগস্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন গগৈ। প্রায় দু’মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষে গত ২৫ অক্টোবর বাড়ি ফেরেন তিনি। কিন্তু তারপর বেশি আর বাড়ি থাকতে পারেননি। ফের গত ২ নভেম্বর হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। তার বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ কাজ না করায় অবশেষে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।

আসাম থেকে ৬ বার সাংসদ নির্বাচিত হয়েছেন তরুণ গগৈ। মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রায় ১৫ বছর।

সূত্র- আনন্দবাজার পত্রিকা

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী অরুন্ধতী
অবন্তিকার মৃত্যু : তথ্য চেয়ে তদন্ত কমিটির বিজ্ঞপ্তি
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
নওগাঁ জেলা কারাগারে হাজতির মৃত্যু
X
Fresh