• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারত-পাকিস্তান-বাংলাদেশ মিলে এক দেশ হওয়া উচিত: ভারতীয় মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ২০:৫৫
India, Pak, Bangladesh Should Be Merged says Maharashtra Minister Nawab Malik
সংগৃহীত

ভারত, বাংলাদেশ ও পাকিস্তান মিলে এক দেশ হলে সেটিকে স্বাগত জানাবে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) এনসিপি। এমনটাই বলেছেন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক। খবর এনডিটিভির।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, একদিন করাচি ভারতের অংশ হবে। আমরা অখণ্ড ভারতে বিশ্বাস করি।

ফড়ণবীশের ওই মন্তব্যের পরই এ নিয়ে রাজ্যের মন্ত্রী নবাব মালিক বলেন, দেবেন্দ্রজি বলেছেন করাচি একদিন ভারতের অংশ হবে। আমরা বহুদিন ধরেই বলে আসছি ভারত-বাংলাদেশ-পাকিস্তান এক দেশ হওয়া উচিত।

নবাব মালিক আরও বলেন, বার্লিন প্রাচীর যদি ভেঙে ফেলা যায় তাহলে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান মিলেমিশ এক দেশ হবে না কেন! এক সময়ে আমরা এক দেশ হবো।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি দোকানের নামের বিষয়ে এক শিবসেনা নেতা আপত্তি জানায়। সেখানে ৬০ বছর ধরে ব্যবসা করে আসছে ‘করাচি সুইটস’ নামে একটি দোকান। ওই দোকানের নাম নিয়ে আপত্তির প্রেক্ষিতে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ফড়ণবীশ।

উল্লেখ্য, বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ বরাবরই অখণ্ড ভারতের দাবি জানিয়েছে আসছে। তবে সেই তালিকায় এবার যোগ হলো এনসিপিও।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
X
Fresh