• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৯:৫৬
আরামকো

সৌদি আরবের জেদ্দায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল স্থাপনা আরামকোকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

আল জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার আরামকো তেল স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা।

সোমবার (২৩ নভেম্বর) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিসট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ছুটে যেতে দেখা গেছে।

জেনারেল সারিয়ি আরও জানান, যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে তা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।

ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের ফলে দেশটিতে ইতোমধ্যেই এই শতকের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করলো ইরান
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
X
Fresh