• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মের্কেলও নজরদারির শিকার, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০১৭, ১১:৫৮

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের আঁড়িপাতার শিকার হয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে মের্কেলের সঙ্গে প্রথম বৈঠকে এ দাবি করেন তিনি।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অভিবাসন, নিরাপত্তাসহ নানা ইস্যুতে তার ও মের্কেলের মধ্যে বেশ মতবিরোধ রয়েছে। তবে একটা বিষয়ে মিল আছে। তা হলো তাদের দু’জনের পেছনেই লেগেছিলেন ওবামা।

বৈঠকে ন্যাটো, ইউক্রেন, বাণিজ্যসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন দু’নেতা।

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কড়া সমালোচকদের মধ্যে অন্যতম মের্কেল।

দু’সপ্তাহ আগে ট্রাম্প অভিযোগ করেন, নির্বাচনের আগে-পরে তার ফোনে আড়ি পেতেছিল বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, একই প্রশাসন মের্কেলের ফোনেও আড়ি পেতেছিল।

যদিও ট্রাম্প টাওয়ারে আড়িপাতা নিয়ে করা ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন সিনেট গোয়েন্দা কমিটির প্রধান রিচার্ড বার।


এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh