• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা নিয়ে পুতিনের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১১:৪৫
putin usa russia
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় ত্রুটি রয়েছে। তার দাবি নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে সংকট তৈরি হয়েছে।
এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন তিনি।

রাশিয়া-ওয়ান টেলিভিশনকে পুতিন বলেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের।

ত্রুটি সংশোধন করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, নির্বাচনী ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছেও স্পষ্ট।

এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে এখনও অভিনন্দন জানায়নি রাশিয়া। পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে স্বীকৃতি দিতে তিনি এখনও প্রস্তুত নন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh